Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Positive Thinking মনোভাবের গুরুত্ব (বেলুনওয়ালার গল্পও)

 

 

 একজন লোক মেলায় লাল - নীল - সবুজ - হলুদ ইত্যাদি অনেক রংয়ের বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কখনও কখনও তার বিক্রি কমে গেলে সে হিলিয়াম গ্যাসে ভর্তি একটা বেলুল আকাশে উড়িয়ে দিত। বেলুনটিকে আকাশে উঠে যেতে দেখেলে উৎসাহী বাচ্চারা বেলুনওয়ালার কাছে ভির করে তার বিক্রি বাড়িয়ে দিত। সারাদিন এই পদ্ধতিতে বেলুনওয়ালা বেলুন বিক্রি করত। একদিন পিছন থেকে জামার টান পড়াতে বেলুনওয়ালা মুখ ফিরেয়ে দেখল একটি বাচ্চা ছেলে। ছেলেটি জিজ্ঞেস করল, "কালো রংয়ের বেলুনও কি আকাশে উড়বে?" বালকটির অত্যধিক আগ্রহ লক্ষ্য করে লোকটি তাকে আশ্বস্ত করে বলল, "ভাই, বংয়ের জন্য বেলুন আকাশে ওড়ে না, ভেতরের গ্যাস বেলুনকে আকারে ওড়ায়।"

 

 বিঃদ্রঃ: মানুষের জীবনেও এ কথা সত্য। আমাদের ভিতরে কি আছে সেইটাই প্রধান। আমাদের ভিতরের যে জিনিসটি আমাদের উপরে উঠতে সাহায্য করে তা হোল আমাদের মানসিকতা। 

 

  •         হার্ভাড বিশ্ববিদ্যালয়ে উইলিয়াম জেমস্‌ (William James) বলেন, "আমাদের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ আবিস্কার হোল এই যে মানুষ মনোভাবের পরিবর্তন ঘটিয়ে জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে পারে।''

Post a Comment

0 Comments